বন্ধ হচ্ছে ভারতের ‘সিআইডি’!

১৯৯৭ সাল থেকে ভারতীয় ধারাবাহিক সনি এন্টারটেইনমেন্ট টিভি শো ‘সিআইডি’ প্রচার হয়ে আসছে এবং ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে সকলের কাছে।
কিন্তু দীর্ঘ ২১ বছর পর এ ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন।
ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন শিবাজী সতম, আদিত্য শ্রীবাস্তব ও দয়ানন্দ শেঠি। আগামী ২৭ অক্টোবর ‘সিআইডি’র শেষ পর্ব টিভিতে প্রচার হবে।
ভারতের একটি সংবাদসংস্থাকে চ্যানেল কর্তৃপক্ষ বলে, ‘সিআইডি’ সনি এন্টারটেইনমেন্ট টিভিতে দীর্ঘদিন ধরে চলা একটি ধারাবাহিক। এটি আমাদের জন্য অনেক বড় একটি জার্নি ছিল। তবে আগামী ২৮ অক্টোবর থেকে সিআইডি বিরতিতে যাচ্ছে।
আরও জানানো হয়, নতুন মোড়কে ‘সিআইডি’র নতুন সিজন শুরু করার কথা ভাবছেন তারা। তবে হুট করে প্রযোজক জানান, চ্যানেলের সঙ্গে কিছু বিষয়ের জন্য শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
নানা ধরণের অপরাধ ও খুনের রহস্য উদঘাটনের গল্প নিয়ে নির্মিত হতো ‘সিআইডি’র প্রতিটি পর্ব। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ১৫০০ পর্ব প্রচার হয়েছে।
আরআইএস