সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সিয়াম

সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। ছোট পর্দা মাতিয়ে ‘পোড়ামন ২’ ছবি দিয়ে বাজিমাত করেছেন চলচ্চিত্রেও। অপেক্ষায় আছে তার ‘দহন’ ছবিটি।
তবে অভিনয়ের বাইরে সমাজ সচেতন মানুষ হিসেবে আলদা পরিচিতি রয়েছে সিয়ামের। নানামুখী কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন তিনি। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি সামাজিক সংগঠনের ব্যানারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করলেন।
ময়ূরপঙ্খী সংস্থার এ আয়োজনে ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাবার বিতরণ করেন চিত্রনায়ক সিয়াম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম সারোয়ার মানিক।
আরও উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন, ভাইস-চেয়ারম্যান-সাথী খানসহ আরও অনেকে।
আরআইএস