ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রাখির বিরুদ্ধে তনুশ্রীর মামলা


২৩ অক্টোবর ২০১৮ ১৭:০৫

বলিউডের জনপ্রিয় নায়িকা রাখি সায়ন্তের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন বলিউডের আরেক নায়িকা তনুশ্রী। যিনি আশিক বানায়া আপনে’ ছবির নায়িকা হিসেবে মাতিয়েছেন দর্শকদের।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির আইটেম গানে অভিনয় করার সময় নানা পাটেকারের যৌন হেনস্তার শিকার হন বলে সম্প্রতি অভিযোগ তুলেন সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। এরপর এমন অভিযোগের খড়গ উঠে বলিউডের একাধিক রথী-মহারথীর বিরুদ্ধে। এ নিয়ে ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলনে’ এখন উত্তাল বলিপাড়া।

‘১০ বছর কোমায় থেকে তনুশ্রী দত্ত শ্রদ্ধাভাজন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে কলঙ্কিত করতে, তার সম্মানহানি করতে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন’- এমন বক্তব্যের জেরে তার রাখির বিরুদ্ধে এই মামলা করেন তনুশ্রী।

তনুশ্রীর আইনজীবী নিতিন সতপুতি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমার মক্কেলের চরিত্র ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় রাখি সায়ন্তের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।’

আরআইএস