বিয়ের দিনক্ষণ পাকা করলেন দীপিকা-রণবীর

বলিউউ তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করলেন।
আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করবেন বলে গত রোববার টুইটারে পোষ্ট করে জানিয়েছেন তারা।
এদিকে বিয়ের ছবি যাতে কোনোভাবেই ফাঁস না হয় সেজন্য অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।
অভিনেত্রী রানি মুখার্জি বা আনুষ্কা শর্মার মতো বিয়ের পোশাকের জন্য দীপিকাও ডিজাইনার সব্যসাচী মুখার্জির ওপর নির্ভরশীল।
বিয়ে ও রিসেপশন।
বিয়ের আগে ১০ দিন ধরে বিশেষ পুজো চলবে দীপিকার বাড়িতে। রণবীর ও তার পরিবারের সদস্যরা নভেম্বরের প্রথম সপ্তাহেই বেঙ্গালুরুতে অভিনেত্রীর বাড়িতে চলে যাবেন। দীপিকার মা ইতিমধ্যেই বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজোর আয়োজন করার কথা রয়েছে।
সঞ্জয় লীলা ভন্সালীর ‘রামলীলা’ ছবি থেকেই দীপিকা আর রণবীর ডেট করছেন বলে বলিউডে গুঞ্জন। ‘পদ্মাবত’-এর সেটে দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়ে। তার পরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন এই দুই তারকা।
আরআইএস