অসুস্থতা কাটিয়ে শুটিং সেটে মৃদুলা

বাংলা চলচ্চিত্র জগতের নবাগত নায়িকা সুচিস্মিতা মৃদুলা। শতরূপা জুয়েলার্স এর একটি ফটোশুটের মাধ্যমে চলতি বছরের শুরুতে মিডিয়াতে পা রাখেন। অল্প সময়েই নজর কাড়েন চলচ্চিত্র পাড়াতে। তারই ধারাবাহিকতায় শাপলা মিডিয়ার প্রযোজনায় পরিচালক শাহীন সুৃমনের নতুন ছবি ” একটু প্রেম দরকার” ছবির শুটিং এ কিংখাঁন শাকিব খাঁনের বিপরীতে কিছুদিন আগে বিএফডিসিতে অংশ নিয়েছিলেন।
চিএনায়িকা মৃদুলা বলেন, হঠাৎ করেই আবহাওয়া জনিত কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। ঠান্ডা জ্বরে কাবু হয়ে যাই। জ্বরের তাপমাএা ছিল ১০৪ ডিগ্রী । রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলাম কিছুদিন। পরে চিকিৎসাপএ নিয়ে বাসায় সম্পূর্ণ বিশ্রাম নিয়েছিলাম। অপরদিকে ছবিটা নিয়েও বেশ চিন্তিত ছিলাম। অবশেষে আল্লাহ সহায় হয়েছেন। ” অসুস্থতা থাকা অবস্থায় সব-সময় চিন্তা করেছি কাজটি করতে পারব কিনা?.. এখন আগের থেকে সুস্থ হয়েছি।
আর সুস্থ হয়েই গত ১৩ই অক্টোবর থেকে আবার শুটিং এ অংশ নিয়েছি পূবাইলে ঢালিউড কিং এর নিজের শুটিং হাউজ “জান্নাত” হাউজে। সুস্থ হয়ে শুটিং এ ফেরা সম্পর্কে এ নায়িকা বলেন, “শুটিং এ ফিরতে পেরে বেশ ভালো লাগছে। অসুস্থতায় পড়ে খুব চিন্তিত ছিলাম ছবিটার শুটিং এ অংশগ্রহণ নিয়ে। আসলে কাজ করতে পারব কিনা??..এসব নিয়ে.. আমার জন্য শুটিং শিডিউল দুদিন পিছানো হয়েছিল। সব-সিনিয়র তারকারা কাজ করছে এ ছবিতে। প্রথমবার কাজ করছি তাই একটু নার্ভাস লাগছে। তবে শুটিং সেটে আসারপর শাকিব খাঁন ভাইয়া কাজের ব্যাপারে বেশ সহায়ক ভূমিকা পালন করছেন এটা বেশ ভালো লাগছে। চিএনায়িকা বুবলীও বেশ সহায়ক।
শাকিব-বুবলী ও মৃদুলা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন সুব্রত, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম ও শিমু আহমেদ।