ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


‘আমার বাবার জন্য দোয়া করবেন’


২০ অক্টোবর ২০১৮ ২১:৩৯

ছবি ফাইল ফটো

আমার একটাই চাওয়া। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন বেহেশত নসিব হন। তাকে নিয়ে আপনাদের কোন ক্ষোভ থাকলে মাফ করে দিবেন। চট্টগ্রামে নানাবাড়ি মাদারবাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব।

আহনাফ বলেন, 'সে হয়ত মনে করছে, আপনাদের জন্য তিনি সর্বোচ্চ দিতে পারেনি। কিন্তু তিনি আপনাদের অফুরন্ত ভালবাসা দিয়েছেন। তিনি অনেক করেছেন। আপনাদের কাছে শেষ কথা আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য।'

শনিবার বেলা ১১টায় ইউএস বাংলার একটি বিমানে ঢাকা থেকে নিজ জন্মস্থান চট্টগ্রামে নেয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। বিমানবন্দর থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় নানাবাড়িতে নেয়া হয়। সেখানে নিকট আত্মীয়রা আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো দেখার সুযোগ পান। সেখানে ভক্তদের মাঝে শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।

সেখান থেকে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।

বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানেই আইয়ুব বাচ্চুর শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এর পর নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আরকেএইচ