পুরোনো ঠিকানায় ফিরেছে রবিন

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নেয়া হয়েছে। শেষবারের মতো আজ সেই পুরোনো ঠিকানায় ফিরছেন তিনি। যেখানে রবিন নামে সবাই তাকে চেনে। আজ থেকে এই শহরেই চিরস্থায়ী হবেন ক্ষনজন্মা এই কিংবদন্তি।
শনিবার সকাল ১১টায় ইউএস বাংলার একটি বিমানে তার মরদেহ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। সকাল ৭টা ৫০ মিনিটে স্কয়ার হাসপাতাল থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তার স্ত্রী দুই ছেলে মেয়ে ছোট ভাই পার্থসহ আরো অনেকেই সঙ্গে রয়েছেন। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে।
বাংলা ব্যান্ড সংগীতের এই কিংবদন্তিকে শেষ বিদায় জানাতে তার জন্মস্থান চট্টগ্রামে সব প্রস্তুতি শেষ হয়েছে। ক্ষনজন্মা এই গিটার জাদুকরের দাফন-কাফনের সার্বিক দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইতিমধ্যে চৈতন্যগলির বাইশ মহল্লা কবরস্থানে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মাদারবাড়ি এলাকার তার নানাবাড়িতে লাশ রাখা হবে। এখানে তাদের একান্ত আত্মীয়স্বজনরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন। এরপর লাশ জমিয়াতুল ফালাহ মসজিদে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে আসরের নামাজের আগ পর্যন্ত সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আরকেএইচ