ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


অনিশ্চয়তায় অপারেশন জ্যাকপট!


৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০০

ফাইল ছবি

বাংলাদেশ নৌ-কমান্ডোর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু ডিপিপির অনুমোদন এখনও না পাওয়ায় পূর্বঘোষিত ১৬ সেপ্টেম্বর ছবিটির মহরত অনু্ষ্ঠিত হচ্ছে না।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্রটি। সম্ভাব্য নতুন মহরতের তারিখ এখনও জানা যায়নি। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম জানান, এখনও চলচ্চিত্রটির ডিপিপি পাশ হয়নি।

এ ছবির মহরতের বিষয়ে জাফর আলম বলেন, ১৬ তারিখে চলচ্চিত্রটির ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করে জানানো হয়নি। ১৬ তারিখে অনুষ্ঠানটা হচ্ছে কিনা তা জানতে পারিনি। ডিপিপি পাশ হলে আমরা দৃঢ়ভাবে চলচ্চিত্রটির ঘোষণা দিতে পারব।

চলচ্চিত্রটি প্রস্তাবিত বাজেট ৩০ কোটি ধরা হয়েছে। তবে বাজেট কিছুটা কমতে পারে বলে এক সূত্রে জানা গেছে।

চলচ্চিত্রটি নির্মাণ করছেন ‘মনপুরা’ চলচ্চিত্রের নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মহরতের অনুষ্ঠানের তারিখ পরিবর্তন বিষয়ক কোনো তথ্য তিনি জানেন না।

এর আগে নির্মতব্য এ চলচ্চিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন একাত্তরের নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী।

এমএ