ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


যাওয়ার কথা তো আমার


১৯ অক্টোবর ২০১৮ ২২:৩১

ছবি ফাইল ফটো

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না দেশি-বিদেশি অনেক শিল্পী। সদ্য প্রয়াত এই গিটার জাদুগরের অপ্রত্যাশিত চলে যাওয়ায় ভারতীয় শিল্পীদের মধ্যেও বইছে শোকের মাতম।

ভারতীয় কিংবদন্তি শিল্পী কবির সুমন লিখেছেন, আইয়ুব বাচ্চু আর নেই? যাওয়ার কথা তো আমার। ও গেল। ভালো শিল্পী, কী ভালো মানুষ! ধুৎ।

সংগীতশিল্পী অঞ্জন দত্ত লিখেছেন, ভয়ংকর ক্ষতি হয়ে গেল…আইয়ুব বাচ্চু...

ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম লিখেছেন, কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলোমী, আজ বাচ্চু ভাই...আর কী কী দুঃসংবাদ শুনতে হবে?

আইয়ুব বাচ্চু। সেই তুমি কেন এত অচেনা হলে!স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে। অনেক পরিকল্পনা হয়েছিল এরপর। কিছুরই বাস্তবায়ন হলো না। শ্রদ্ধা।

শিবামনি পারকাশনিস্ট

ঠিক দুই রাত আগেই আইয়ুব বাচ্চুর সঙ্গে পারফর্ম করা আমার কাছে গর্বের ব্যাপার ছিল। আমি ও আমার দল গত রাতেই আলাপ করছিলাম, কীভাবে আপনার সঙ্গে এক হয়ে বাংলাদেশ সফরের আগামী সাতটা শোতে আরও সেরা কিছু পরিবেশনা মঞ্চে তুলে আনা যায়। আপনাকে মিস করব। আপনার সঙ্গে তোলা এই ছবি সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।

সংগীতশিল্পী অনুপম রায় লিখেছেন, বাচ্চু ভাইয়ের (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।

আরকেএইচ