ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবি


১৯ অক্টোবর ২০১৮ ০০:৪৯

ছবি ফাইল ফটো

গত রাতে নিজের গড়া ব্যান্ড এলআরবিকে নিয়ে রংপুর থেকে ষ্টেজ শো করে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। ঢাকায় ফিরে হটাৎ অসুস্থ হযে পড়েন। সকাল সাড়ে আটটার দিকে মগবাজারের বাসা থেকে অসুস্থ অবস্থায় আইয়ুব বাচ্চুকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায় তার ব্যক্তিগত গাড়িচালক। হাসপাতালে নেয়ার পথে নিজের গাড়িতে এক পর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায় বলে জানান ওই গাড়ি চালক।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল বিভাগের পরিচালক ডা. মীর্জা নাজিমুদ্দীন জানান, সকাল সাড়ে আটটায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসে তার ব্যক্তিগত গাড়িচালক। তখনই আমরা ধারণা করেছিলাম যে, তিনি হয়তো মারা গেছেন। কারণ তখনই তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তবু আমাদের ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল তার দেখাশোনা করে। তারা সব ধরনের চেষ্টা করে। সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. নাজিমুদ্দীন বলেন, সম্প্রতি তার হৃদযন্ত্রের কার্যকারিতা ৩০ শতাংশের নিচে নেমে এসেছিল। যাকে মেডিক্যালের ভাষায় বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। হাসপাতালে আনার সময় কার্যকারিতা শূন্যের ঘরে চলে আসে। আর এতেই তার মৃত্যু হয়।

২০০৯ সালে প্রথমবারের মতো তার হার্টে রিং পরানো হয়। তবে সম্প্রতি তিনি ঘনঘন হৃদরোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগেও তিনি শরীর চেকআপ করাতে হাসপাতালে এসেছিলেন।

আরকেএইচ