কাল জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর জানাযা

দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আগামীকাল শুক্রবার জাতীয় ঈদগাহে বাদ জুমা এই কিংবদন্তির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর এই গিটার জাদুকরের লাশ নিয়ে যাওয়া হবে নিজ জন্মস্থান চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। এই সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরকেএইচ