ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন সানি লিওন


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০১

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

এ দম্পতি জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের আয়ের ১০ শতাংশ তারা ক্ষতিগ্রস্তদের দান করবেন। খবর বলিউড হাঙ্গামার।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, আমরা ঠিক করেছি, আমাদের ফেব্রুয়ারি মাসের আয়ের ১০ শতাংশ দাতব্য সংস্থায় দান করব।

এ সময় তিনি আরও বলেন, আমরা একসাথে সাহায্যের হাত বাড়িয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জীবন পুনর্গঠনে ভূমিকা রাখতে পারি। এমন সময় সবার এগিয়ে আসা খুব জরুরি। এমন প্রাকৃতিক বিপর্যয়ে আমি সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করবো।

আইকে