ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ফের হিন্দি ছবিতে গৌতম ঘোষ


৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:০২

দীর্ঘ ১২ বছর পর হিন্দি ছবির রাজ্যে প্রত্যাবর্তন করেছন বাংলা ছবির জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষ। নতুন এ হিন্দি ছবির নাম ‘ওয়ান ডে ইন দ্য রেইনস’। এরইমধ্যে ঝাড়খণ্ডের মালভূমিতে শুরু হয়েছে সিনেমাটির।

বাংলাদেশে জন্ম নেয়া এ পরিচালক জানিয়েছেন, এক বিখ্যাত সাহিত্যিকের গল্প অবলম্বনে ছবিটি তৈরি হতে চলেছে। ছবিতে বৃষ্টির মধ্যে বেশ কিছু দৃশ্যের শুট করা প্রয়োজন ছিল। চিত্রনাট্য তৈরির সময় যেভাবে দৃশ্যগুলো কল্পনা করেছিলাম সেভাবেই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে পেরে আমি সত্যিই আপ্লুত।

আদিল হুসেন, তিলোত্তমা শোম, নীরজ কবি অভিনীত ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। পরিচালক বলেন, ২০ দিনেই ছবির আউটডোর শুট শেষ হয়ে গেছে। বর্ষাকাল শেষ হতে চলেছে। তাই আমরা শুটিং-এ আর দেরি করতে পারতাম না।

গৌতম ঘোষ পরিচালিত ‘পার, ‘পতং’, ‘গুড়িয়া’ ইত্যাদি হিন্দি ছবি দেশ-বিদেশে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এই ছবিতে এক বয়স্ক দম্পতিকে ঘিরে একদল গ্রামবাসীর চরম দুর্দিনের সময় মানুষের সহমর্মিতার গল্প ফুটে উঠেছে। তবে ছবির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছুই এখনও জানাননি পরিচালক।

পরিচালক আরো জানান, ছোটনাগপুর মালভূমির বেশ কিছু অজানা অঞ্চলে আমরা ছবির বিভিন্ন অংশের শুটিং করেছি। আমরা আশা করছি দর্শকের ছবিটা পছন্দ হবে।

বিখ্যাত এ পরিচালক এরইমধ্যে ১৬টা জাতীয় পুরস্কার লাভ করেছেন। গৌতম ঘোষ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, তিনি আগামী দিনে ইন্দো-ইতালিয়ান যৌথ উদ্যোগে ছবি তৈরির কথা ভাবছেন। কিছু যান্ত্রিক কারণে যৌথ উদ্যোগের ছবির শুটিং শুরু হতে দেরি হয়েছে, তাই আমি আগে এই ছবির কাজ শুরু করেছি।

এমএ