সেরা হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘দেবী’

আসছে শুক্রবার (১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাসের কাহিনি অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’। দীর্ঘদিন ধরে চলছে জয়া আহসান প্রযোজিত এ সিনেমাটির প্রচারণা।
দেবীর মুক্তি উপলক্ষে সোমবার (১৫ অক্টোবর) ঢাকা ক্লাবে আয়োজিত হয়েছে জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলন। এসময় উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আবদুল আজিজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ছিল ‘দেবী’ ছবির পুরো টিম।
প্রথম সপ্তাহে এ সিনেমাটি ২৪-২৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির বড় অংশের প্রযোজক জয়া আহসান। এত ভাল সিনেমা কেন এত কম হলে মুক্তি পাবে? জবাবে তিনি বলেন, ‘আমরা হল সংখ্যা বাড়ানোর চেয়ে, ভালো হলগুলোতে ছবিটি মুক্তির কথা ভেবেছি। যারাই দেখবেন তারা যেনো ভালোভাবে ছবিটি উপভোগ করতে পারেন। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী, মধুমিতাসহ এই মানের হলগুলোতে প্রথমে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। মানুষের ভালোবাসা পেলে পরের সপ্তাহে হল সংখ্য অবশ্যই বাড়বে।’
এরই মধ্যে চলচ্চিত্রটির টিজার, ট্রেলার ও একটি গানও উপভোগ করেছেন দর্শক। এবার দেখবেন সিনেমা ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।
ছবিটি দেখতে মুগ্ধ হয়েছেন সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘দেবী’ খুব ভালো ছবি হয়েছে। এটা পারিবারিক ছবি। অনেক নতুনত্ব আছে। সেন্সরে পুরো ছবি দেখে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি মুগ্ধ। ছবিটি নির্মিত হয়েছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস দেবী থেকে। যদিও আমি উপন্যাসটি পড়িনি। তারপরেও ছবি দেখে আমি তৃপ্ত।
তিনি আরো বলেন, নিকট অতীতে দেবীর চেয়ে দেশের কোনো সিনেমা এতো ভালো লাগেনি। আমার মধুমতি হলে দেবী প্রদর্শিত হবে। দেবী প্রযোজনার জন্য জয়া আহসানকে ধন্যবাদ। তার বিসর্জন ছবি সেন্সর হয়েছে। দেবীর পর বিসর্জন মুক্তি পাবে। আমার বিশ্বাস দেবী সাফল্য পাবে, দর্শক গ্রহণ করবেন।
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় ‘দেবী’ ছবি নির্মিত হয়েছে। ২০১৬ সালে ‘দেবী’ সরকারি অনুদান পেয়েছিল। পরের বছর ১৮ মার্চ ছবির কাজ শেষ হয়। সরকারি অনুদানের পাশাপাশি জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ ‘দেবী’-তে অর্থ লগ্নি করে। এই ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় এলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি মাসের ৩ তারিখ ‘দেবী’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।
এমএ