ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সেরা ৯ নায়িকার বাজার দর


১৭ অক্টোবর ২০১৮ ০০:৫৮

দেশে-বিদেশে দিনকে দিন বেড়েই চলেছে বলিউডের ছবি হিন্দি চলচ্চিত্রের ব্যবসা। আর তারই ধারাবাহিকতায় বলিউডের ছবি এখন আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত। ছবির ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বলিউডের তারকাদেরও বাজার দরও।

বর্তমানে বলিউডের সেরা ৯ অভিনেত্রী কত আয় করছেন তা নতুনসময়ের আজকের প্রতিবেদন। বলিউডের অভিনেত্রীদের টাকার অঙ্ক নায়কদের তুলনায় কম হলেও তা চমকে দেওয়ার মতো বটেই।

বলিউডে রীতিমতো ঝড় তুলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল ছবি। বর্তমানে ছবিপ্রতি তাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে প্রায় ১৪ কোটি টাকা। তার অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া শুধু বলিউড নয়, হলিউডে অভিনয়েও সাফল্য পেয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি গানের জগতেও সফল এই অভিনেত্রী। ছবিপ্রতি তিনি পারিশ্রামিক নিচ্ছেন প্রায় ১৩ কোটি টাকা।

এদিকে আবার ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান ভালোই সাফল্য দেখিয়েছেন। বর্তমানে ছবিপ্রতি প্রায় ১১ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

চিকনি চামিলি ক্যাটরিনা কাইফ বর্তমানে ছবিপ্রতি ক্যাটরিনার পারিশ্রমিক প্রতি প্রায় ১০ কোটি টাকা। তিনি কোনো ছবিতে ক্যাটরিনার অন্তর্ভুক্তি মানেই ছবির সাফল্য নিশ্চিত। তিনি ‘ধুম ৩’, ‘আজব প্রেম কি গজব কাহানী’, ‘রাজনীতি’সহ আরও অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন।

তারপর আবার কঙ্গনা রানওয়াত পারিশ্রমিকের দিক থেকে ক্যাটরিনার সঙ্গেই অবস্থান করছেন ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানওয়াত। ছবিপ্রতি তিনিও নিচ্ছেন প্রায় ১০ কোটি টাকা।

অানুষ্কা শর্মা ক্রিকেটার বিরাট কোহলিপত্নী অভিনেত্রী আনুষ্কা শর্মা ‘রব নে বানাদি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘যব তক হ্যায় জান’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। বলিউডে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তিনি তার আসনও শক্ত করেছেন। বর্তমানে ছবিপ্রতি তিনি নিচ্ছেন ৯ থেকে ১০ কোটি টাকা।

আলিয়া ভাট বয়স কম হলেও পারিশ্রমিকের দিন থেকে মোটেই পিছিয়ে নেই মহেশ ভাটের মেয়ে আলিয়া। ছবিপ্রতি তিনি নিচ্ছেন প্রায় ৮ কোটি টাকা।

সোনম কাপুর পারিশ্রমিকের দিক থেকে আলিয়ার পরেই রয়েছেন সোনম কাপুর। শুধু ফ্যাশন আইকন নয়, ছবিতে তার অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। বক্সঅফিসেও ভালো সাফল্য পেয়েছেন অনীল কাপুরের মেয়ে। বর্তমানে ছবিপ্রতি তিনি পাচ্ছেন প্রায় ৭ কোটি টাকা।

বিদ্যা বালান ‘পা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘কাহানি’র মতো ছবিগুলোতে বিদ্যা বালানের অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এমনকি যেকোনো একটি ছবি একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও রয়েছে ‘ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রীর। তার পরও তার পারিশ্রমিক অনেক কম। বর্তমানে ছবিপ্রতি তিনি নিচ্ছেন প্রায় ৭ কোটি টাকা।

অারআইএস