ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আপত্তিকর গানের কথায় 'দহন' (ভিডিও)


১৬ অক্টোবর ২০১৮ ২২:২৩

'মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে এমনই আপত্তিকর কথায় গাথা 'দহন' সিনেমার গানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এই গানে ব্যবহৃত অনেক শব্দকে আপত্তিকর হিসেবে উল্লেখ করেছেন ভক্তরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে রীতিমতো আলোচনা-সমালোচনা।

'বাবা খেয়ে, হাবা হয়ে...' এই ধরনের শব্দ ব্যবহার করায় নেটিজনরা বলছে তরুণ সমাজকে উস্কে দেয়ার গান এটি। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন, 'গাঁজা, বাবা এইসব গানের মধ্যে দিয়ে যুবকদের উস্কানি দেওয়া হচ্ছে।'

শামসুল ইসলাম নামের একজন লিখেছেন, 'গাঁজা খা‌বে,মাতাল হ‌য়ে হিসু দে‌বে। এই প্রজ‌ন্মের ছে‌লে মে‌য়েরা যখন এই গান‌টি গাই‌বে। এই গান‌টি তা‌দের ম‌নে প্রভাব পড়‌বে না? তখন গা‌নের তা‌লে তা‌লে তারা মাতাল হ‌তে চাইবে, ‌হিসু দে‌বে,বলা যায় না মলত্যাগও কর‌তে পা‌রে যেথায় সেথায়।

‘দহন’ সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পুজা চেরি। এছাড়াও এতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ।

আরআইএস