ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


প্রথমে বডি মাসাজ, পরে রাত কাটানোর কথা...


১৬ অক্টোবর ২০১৮ ০২:১৬

বলিউডের নামী পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী ও মডেল কেট শর্মা। এর মাধ্যমে সুভাষ ঘাইয়ের নামেও এবার #মিটু-র অভিযোগ।

কিন্তু নামী এই পরিচালক সুভাষ ঘাইয়ের নাম আসার পর এখন অনেকেই ভয়ে আছেন আরো না জানি কত কত তারকার নাম চলে আসে সামনে! এমনটাই ভয়ে আছেন বলে হৈ চৈ চলছে বলি পাড়ায়।

অভিনেত্রী ও মডেল কেট শর্মা জানান, পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে যদি রাত না কাটাই, তবে আমাকে কাজে নেবেন না’। তবে তার চাওয়া আমি পূর্ণ করেছি রাত কাটিয়ে নয়।

কেট শর্মা জানান, পথমে সুভাষ ঘাইয়ের আমাকে মাসাজ দিতে মাসাজ করার অফার করেছিলেন কিন্তু প্রথমে আমি এমন অফারে হতভম্ব হই পরে উনার বয়স এবং অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে আমি উপস্থিত অন্যদের সামনেই তাঁকে মাসাজ দিতে বাধ্য হই। তারপর হাত ধুতে বাথরুমে যাই। সেখানেও আমার পিছু নিয়ে হাজির হয়ে যান পরিচালক।

তারপর সুভাষ ঘাইয়ের বলেন, তার কিছু বলার আছে। তারপরই আমাকে জড়িয়ে ধরেন, চুমু খাওয়ার চেষ্টা করতে থাকেন। আমি তার হাত ছাড়িয়ে বাথরুম থেকে বের হওয়ার চেষ্টা করি। তখন হুমকি দিয়ে বলেন, যদি তার সঙ্গে রাত না কাটাই তাহলে আমাকে কাজের সুযোগ দেবেন না।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার পাশাপাশি শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় তার নামে লিখিত অভিযোগও দায়ের করেছেন কেট।

লিখিত অভিযোগে কেট জানিয়েছেন- ঘটনাটি এ বছর ৬ আগস্টের। রাতে পরিচালক সুভাষ ঘাই তাকে বাড়ির পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন। তখন সেখানে পরিচালক ছাড়াও আরও ৬জন ছিলেন। আচমকাই চমকে দিয়ে সুভাষ ঘাই তাকে মাসাজ করতে বলেন। প্রথমে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কেট। রাজিও হননি। কিন্তু কর্মজগতে সুভাষ ঘাইয়ের অভিজ্ঞতা এবং বয়সকে সম্মান জানাতে প্রস্তাবে রাজি হয়ে যান। দু-তিন মিনিটের জন্য তাকে মাসাজ দেন।

এই অভিযোগ হওয়ার কিছু পরই টুইটে প্রতিক্রিয়া জানান সুভাষ ঘাই। টুইট করেন, ‘#মিটু-র আমিও একজন সমর্থক। কেউ যদি এর সুযোগ নিয়ে আমার বদনাম করতে চান, আমার কাছে সেটা খুবই দুঃখজনক। যাই হোক আমার আইনজীবীরাই এর উত্তর দেবেন।’

তবে এই প্রথম নয়, সুভাষ ঘাইয়ের নামে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউডে। সম্প্রতি সুভাষ ঘাইয়ের নামে অন্য এক মহিলাও যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সুভাষ ঘাই তার পানীয়ে কিছু মিশিয়ে তাকে ধর্ষণ করেছিলেন। ৭৩ বছরের পরিচালক ওই অভিযোগও অস্বীকার করে টুইট করেছিলেন, ‘#মিটু মুভমেন্টে যে কোনও কারও নাম জড়িয়ে দেওয়াটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সত্যতা যাচাই না করেই অতীতের কিছু ঘটনা হঠাৎই সামনে নিয়ে আনছেন কেউ কেউ। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

আরআইএস