সাংবাদিকদের বসিয়ে রাখলেন জয়া

সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। চির সত্য এই উক্তিটি জানা নেই অভিনেত্রী জয়া আহসানের। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নির্ধারিত সময়ে অনেক পরে এসে উপস্থিত হন। ভাবটা অনেক এমন যে, সবাই তার জন্য অপেক্ষা করবে এবং তার বানানো নিয়মেই চলবে সবাই।
শনিবার (১৩ অক্টোবর) ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের গুলশানের প্রধান কার্যালয়ে ‘ফরেভার’ ব্রান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এ অনুষ্ঠানে জয় আহসান ছিলেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকাল ৫টায়। তার আসতে দেরি হওয়াতে সেই অনুষ্ঠান তাকে ছাড়াই শুরু হয় সন্ধ্যা ৬টায়। ৬টা ২৫ মিনিটের দিকে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। এ সময় দিলীপকে পিছন খেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের একজন কর্মী থামিয়ে দিয়ে বললেন, জয়া চলে এসেছে। তিনি এখন লিফটে।
সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠলেন জয়া। তিনি ঝলমলে পোশাকে সবার সামনে উপস্থিত হন। এর আগেও তিনি এমন অনেক অনুষ্ঠানে সবাইকে বসিয়ে রেখেছেন। জয়া আহসানের মত যারা আইকোন অভিনয় শিল্পী তাদের সময়ের প্রতি আরো সচেতন হতে হবে। কারণ তাদের অনেকেই নিজেদের আইডল হিসেবে মানে। তারা যা করবে তা অন্যদের অনুপ্রাণিত করবে।
এমএ