ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


'দেবী'তে ভৌতিক রহস্য (ভিডিও)


১৪ অক্টোবর ২০১৮ ২১:৪০

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমে টিজার, গান ও পোস্টারের পর এবার প্রকাশ করা হলো চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত ছবি ‘দেবী’র ট্রেলার।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেলার।

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ভৌতিক রহস্য। যা উদঘাটনে ব্যস্ত মিসির আলি চরিত্রের চঞ্চল চৌধুরী। পুরো ট্রেলারে রানু চরিত্রে অভিনয় করা জয়া ছিলেন রহস্যময়ী। আর স্ত্রীর সমস্যা সমাধানের জন্য মিসির আলির কাছে ধর্ণা দেন রানুর স্বামী আনিস। আর এই পুরো ১ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ছবির মূল চরিত্রগুলোর দেখা মিলেছে। গল্পের রূপরেখা ফুটে না উঠলেও ছবির ধরন বোঝা গেছে ট্রেলারে। ‘দেবী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। এছাড়া ইরেশ যাকের ও শবনম ফারিয়া সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

অারআইএস