ঢাকা বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


মানুষ হিসেবে তিনি অসাধারণ, আমি মুগ্ধ : বুবলী


১৭ ডিসেম্বর ২০২২ ১১:৪২

চলতি কাতার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দলের হারে সমর্থকদের স্বপ্ন ভেঙেছে। তাদেরই একজন চিত্রনায়িকা শবনম বুবলী।

বুবলীর ভাষ্য, যোগ্যরা প্রাপ্ত সম্মান পাবে, এটাই নিয়ম। বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। বিশ্বব্যাপী তার কোটি কোটি ভক্ত। আমি চাই, তার মতো একজন যোগ্য খেলোয়াড়ের হাতেই এবারের ট্রফি উঠুক।

অর্থাৎ ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা নায়িকার।

মেসি প্রসঙ্গে বুবলী আরও বলেন, গণমাধ্যমের বরাতে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে মানুষ হিসেবে তিনি (মেসি) অসাধারণ। বিশ্ব তারকা হয়েও বেশ বিনয়ী তিনি। খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকে মুগ্ধ করে। তাই খুব করেই চাই, মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক।

আইকে