আবারও জিতের সঙ্গী মিম

ওপার বাংলার সুপারস্টার জিতের বিপরীতে ‘সুলতান’ সিনেমায় বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে দেখা গিয়েছে। এবার আবারও তারা জুটি বেঁধেছেন। বাংলাদেশের প্রতিভাবান নির্মাতা সঞ্জয় সমদ্দারে পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে।
সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন বিদ্যা সিনহা মিম। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন শুটিং হবে বলে জানা গেছে।
সিনেমা প্রসঙ্গে মিম জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর পরিচালক সঞ্জয় তাকে গল্প শোনান। সিনেমার গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়াতেই সিনেমাটিতে যুক্ত হন তিনি। এছাড়াও নির্মাতার সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।
‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন মিম।
‘মানুষ’ সিনেমায় জিৎ-মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।
আইকে