উর্ফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশ্যে অশ্লীলতার দায়ে ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদের বিরুদ্ধে মুম্বাইয়ের আন্ধেরি থানায় অভিযোগ করা হয়েছে।
আলি খশিফ খান দেশমুখ নামে এক আইনজীবী এ অভিযোগ করেন।
উর্ফি জাভেদ সিনেমা বা অভিনয় থেকে বেশি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কেও জড়ান এই অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে শাড়ি পরে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উর্ফি। ফিনফিনে শাড়িতে তাকে দেখতে উদ্ভট লাগছিল। বাতাসে বার বার তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা সামলাতে গিয়ে তার পুরো শরীরই দেখা যাচ্ছিল।
এ ঘটনার একটি ভিডিও শনিবার ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এরপরই অশ্লীলতার দায়ে উর্ফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়।
আন্ধেরি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উর্ফির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তবে তিনি বিশেষ কোনো আইনভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট ছিল না অভিযোগপত্রে। নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আইকে