ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


বীরকে নিয়ে বুবলীর নতুন পোস্ট ভাইরাল


১০ ডিসেম্বর ২০২২ ০২:০৮

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (৯ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বীরের দুইটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে হাতে ঘড়ি পরতে ব্যস্ত ছোট্ট এই রাজপুত্র।

ছেলের সেই ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লিডার বাবাই। শুভ শুক্রবার বাবাই। সে সবসময় পাঞ্জাবি-কাবলি পরতে ভালোবাসে। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। এ বছরের ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

আইকে