ব্রাজিল গোল করলেই টপলেস হবেন মডেল

বিশ্বকাপ ফুটবলে এ আসরের অণ্যতম আলোচিত দল ব্রাজিল। কাতার ফুটবল বিশ্বকাপে শেষ ম্যাচটি দুদার্ন্ত খেলেছে দলটি। বলা যায়, দক্ষিণ কোরিয়াকে তুড়িয়ে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।
এই লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছেন ব্রাজিলিয়ান ডায়ান টোমাজন। ২৪ বছর বয়সী এই মডেল ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন।
এক সপ্তাহ আগে টপলেস হওয়ার ঘোষণাটি দেন ডায়ান। তাতে এ মডেল বলেন, ‘প্রতিটি গোলের পর ভক্তদের জন্য টপলেস ছবি শেয়ার করব।’ গত দ. কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল ৪টি গোল করেন। যদিও ডায়ান এখনো তার প্রতিশ্রুতি রাখেননি।
নেটিজেনদের অনেকের দাবি— আলোচনায় আসতেই এই ঘোষণঅ দিয়েছেন ডায়ান। আবার কেউ কেউ বলছেন, সেমিফাইনালে প্রিয় দল গোল করলে হয়তো প্রতিশ্রুতি রক্ষা করবেন এই মডেল।
আইকে