ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


গোলাপি রঙের গাউনে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা


৭ ডিসেম্বর ২০২২ ১১:১৩

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণের পর প্রিয়াঙ্কা চোপড়া গেছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির দুবাই শহরে অবকাশযাপন করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

সোমবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন ‘দেশি গার্ল’খ্যাত এ অভিনেত্রী। সেখানে নজর কেড়েছে তার পরা গাঢ় গোলাপি রঙের নজরকাড়া গাউন।

ইনস্টাগ্রামে সেসব ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

একটি জনপ্রিয় জুয়েলারি ব্রান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন প্রিয়াঙ্কা। মূলত সেই ব্রান্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। সঙ্গে পরেছিলেন হীরের নেকলেস ও দুল।

আইকে