ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সেই প্রেমিককে বিয়ে করলেন হংসিকা


৬ ডিসেম্বর ২০২২ ০০:৩৫

দীর্ঘ দিন প্রেম করার পর সেই প্রেমিককেই বিয়ে করলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। তার বরের নাম সোহেল কাঠুরিয়া।

রোববার (৪ ডিসেম্বর) জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গতকাল জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন হংসিকা-সোহেল। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হংসিকা কিংবা সোহেল কাঠুরিয়া এখনো বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি। তবে হংসিকার বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ তার ফ্যান পেজে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সেই ভিডিওতে দেখা যায়, বধূ বেশে বসে আছেন হংসিকা। আর সোহেল কাঠুরিয়া দাঁড়িয়ে হংসিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন।

আইকে