এক সিনেমায় এত কিছু! (ভিডিও)

একই সিনেমায় তিন জনপ্রিয় তারকা। কাকে ছেড়ে কার সমর্থন দিবে দর্শক? কলকাতার রুপালি পর্দায় আসছে এমনই একটি তারকাবহুল চলচ্চিত্র। তিন সময়ের তিন অভিনেতা প্রসেনজিৎ, জিৎ এবং সোহমকে একই ছবিতে পাওয়া যাবে। তারকাবহুল এ সিনেমার নাম ‘বাঘ বন্দি খেলা’।
এটি শুধু তারকাবহুল সিনেমাই নয়, বরং এটি পরিচালকবহুল সিনেমা। তা নির্দ্বিধায় বলা যায়। এ ছবির পরিচালক একজন নন, তিন জন। এ ছবির পরিচালনায় রয়েছেন রাজা চন্দ, সুজিত মণ্ডল এবং হরনাথ চক্রবর্তী।
তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি হবে এই ছবি। তিনটি গল্পের শিরোনাম নিয়েই ঠিক করা হয়েছে ছবির টাইটেল। প্রথম গল্পের নাম ‘বাঘ’। দ্বিতীয় গল্পের নাম ‘বন্দি’। শেষ গল্পটি হল ‘খেলা’।
প্রথম গল্পটি পরিচালনা করেছেন রাজা চন্দ। গল্পের নায়ক- নায়িকা জিৎ এবং সায়ন্তিকা। দু’ জনের গল্প দিয়েই শুরু হবে সিনেমার প্রথম পর্ব। জিতকে এমন সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। যা এর আগে কলকাতার সিনেমায় কেউ দেখেনি। তাদের পর্বটি শেষ হবে একটি বিয়ের আসরে। সেখান থেকে শুরু হবে নতুন একটি গল্পের। অর্থাৎ ‘বন্দি’র। সোহম এবং শ্রাবন্তীকে নিয়ে গল্প। এই গল্পের পরিচালক সুজিত মণ্ডল।
বিয়ের আসরের দৃশ্য থেকে শুরু হবে সোহম এবং শ্রাবন্তীর গল্প। যেখানে অথিতি হিসেবে উপস্থিত থাকবেন তারা। বিয়েবাড়িতে ছবি তোলাটা সাধারণ ব্যাপার। কিন্তু এই সাধারণ ঘটনাই বিপদ হয়ে দাঁড়াবে তাদের জীবনে। ভুলবশত এমন কিছু ছবি সোহম এবং শ্রাবন্তী তুলে ফেলে যার কারণে এই জুটিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
‘বন্দি’ গল্পটি শেষ হয় আদালতের একটি দৃশ্য দিয়ে। যেখান থেকে শুরু হবে শেষ গল্প ‘খেলা’। প্রসেনজিৎকে দেখা যাবে একজন আইনজীবির চরিত্রে। প্রসেনজিৎ ছাড়াও এই গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, ঋত্বিকা সেন, অয়ন, শান্তিলাল, রাজেশ শর্মার মতো অভিনেতারা। হরনাথ চক্রবর্তী রয়েছেন এই গল্পের পরিচালনার দায়িত্বে। ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে।
এমএ