ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


তাড়া করছেন ভক্তরা, স্কুটি চালিয়ে ছুটছেন অজয়


৫ ডিসেম্বর ২০২২ ০০:১৯

স্কুটি চালিয়ে যাচ্ছেন অজয় দেবগন। স্কুটি যখন ধীর গতিতে চলছে তখন কেউ কেউ সেলফি তুলছেন। স্কুটির গতি কিছুটা বেড়ে যাওয়ায় তার পেছনে মোবাইল হাতে ছুটছেন অসংখ্য মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। মূলত, অজয় দেবগনের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথমে এ ভিডিও পোস্ট করা হয়। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পিংকভিলা এক প্রতিবেদনে জানায়, পরিচালক অজয় দেবগন নির্মাণ করছেন ‘ভোলা’ সিনেমা। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সিনেমার শুটিং সেটে অজয় ভক্তরা তাকে এভাবে তাড়া করেন।

অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ সিনেমা প্রযোজনাও করছেন অজয়। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন— টাবু, অমলা। কিছুদিন আগে এ সিনেমার টিজার মুক্তি পায়। টিজার মন কেড়েছে দর্শকদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩০ মার্চ মুক্তি পাবে এই সিনেমা।

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। গত ১৮ নভেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা ভারতজুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়েছে; এখন দুই শত কোটির ক্লাবের দ্বারপ্রান্তে এ সিনেমা। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

আইকে