ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত ফারিণ


৪ ডিসেম্বর ২০২২ ০৩:৪০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

জানা যায়, গতকাল ২ ডিসেম্বর রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণীবিতানে বাবার সঙ্গে শপিং করতে যান ফারিণ। ওই মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় সিঁড়ির একটি রড বের হয়ে অভিনেত্রীর পায়ের মাংসে ঢুকে যায়। এতে ভীষণভাবে আহত হন তিনি।

ফারিণ বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। দুই পায়েই মারাত্মক আঘাত পেয়েছি। বেশ ক্ষত হয়েছে।

ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

আইকে