পাঁজরে ফাটল, কনুই ভেঙেছে গায়ক জুবিনের

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) সকালে সিঁড়ি থেকে পড়ে কনুই ভেঙে যাওয়ায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গতকাল সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কনুই ভেঙে গেছে, পাঁজরে ফাটল ধরেছে, মাথায় অল্প আঘাত পেয়েছেন। তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে।
তবে জুবিন তার শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য ‘তুঝে কিতনা চাহে অউর হাম’, ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’ এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই সংগীতশিল্পী।
এছাড়া শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন নটিয়াল।
আইকে