ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সালমান আমাকে দিনের পর দিন সিগারেটের ছ্যাঁকা দিয়েছে: সোমি আলী


৩ ডিসেম্বর ২০২২ ০০:১৪

বলিউড সুপারস্টার সালমান খান। ব্যক্তিগত জীবন নিযে অনেক সময়ই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এবারও তার প্রাক্তন প্রেমিকার মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী সোমি আলী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

সম্প্রতি গত বছর বোম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সালমানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সালমান খান তাকে অনেকবার সিগারেটের ছ্যাঁকা দিয়েছেন।

এছাড়া গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সোমি আলী তার ইনস্টাগ্রামে সালমানের একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে এ অভিনেত্রী বলেন—‘আরো আসবে। ভারতে আমার শো বন্ধ করে মামলার হুমকি দাও। তুমি একটা কাপুরুষ। দিনের পর দিন তুমি আমাকে সিগারেটের ছ্যাঁকা দিয়েছো, শারীরিক-যৌন নির্যাতন করেছো। ওখানে আমার ৫০ জন আইনজীবী রয়েছে, যারা আমাকে এসব থেকে রক্ষা করবে। সুতরাং…।’

‘তুমি পুরুষ নও শুকর। বেশ কয়েকজন নারীকে মারধরের পরও যেসব অভিনেত্রীরা তোমাকে এখনো সমর্থন করে, তাদের জন্য লজ্জা হয়।’ বলেন সোমি আলী।

আর সাথে সাথে তার পোস্টটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে পরবর্তীতে সোমি আলী তার এই পোস্ট ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো মুখ খুলেননি সালমান খান।

আইকে