ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


মালাইকার মা হওয়ার খবরে রেগে গেলেন অর্জুন!


২ ডিসেম্বর ২০২২ ০০:০৭

কয়েক বছর ধরেই প্রেম করছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তাদের সম্পর্ক নিয়ে চলছে অনেক আলোচনা- সমালোচনা।

সম্প্রতি গতকাল বুধবার সকালে হঠাৎই রটে যায় মালাইকা আরোরা নাকি প্রেগন্যান্ট। আর তারপর থেকেই সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মালাইকাকে নিয়ে রটে যাওয়া এই খবরের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই মুখ খুলেছেন অর্জুন কাপুর।

একটি খবরের স্ক্রিনশর্ট শেয়ার করে ক্ষোভও প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এটি খুবই নিম্নমানের কাজ। সংবেদনশীল, অনৈতিক ও বাজে খবর প্রকাশ করে যাচ্ছেন। এই সাংবাদিক নিয়মিত এ ধরনের খবর লিখছেন। এ ধরনের মিথ্যা খবর আমরা এড়িয়ে যেতে পারি।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

আইকে