২০০ কোটি টাকা তছরুপের মামলায় জ্যাকলিনের জবানবন্দি
-2022-11-27-16-00-04.jpg)
অর্থ তছরুপ মামলায় বিচারপতির সামনে জবানবন্দি দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অভিযোগ, প্রচুর অর্থ সম্পদ থাকায় সুকেশ অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন।
এই মামলায় ইতোমধ্যে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন জ্যাকলিন। তিনি দিল্লীর ক্রাইম প্রিভেনশন অফিসারদের বলেছিলেন, তিনি যা বলবেন সব বিচারকের সামনেই বলবেন।
সে অনুযায়ী শনিবার (২৬ নভেম্বর) তাকে তোলা হয় বিচারকের সামনে। পাটিয়ালা হাউজ জেলা আদালতে নিজে জবানবন্দি দেন জ্যাকলিন। সেখানে তিনি জানান, ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় তার ওপর কোনো প্রভাব বিস্তার করা হয়নি।
বর্তমানে দিল্লীর তিহাড় জেলে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর।
অনেকেই বলছেন, সুকেশ জ্যাকলিনের স্বপ্নের পুরুষ ছিলেন। এ তথ্য জানতে পেরেই তদন্তে নামে পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
নতুনসময়/আইকে