প্রভাসকে বিয়ে করার আভাস কৃতির

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করছেন প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস- নেটপাড়ায় এমনই প্রশ্ন সবার মনে। শোনা যাচ্ছে, সম্পর্কে রয়েছেন প্রভাস ও কৃতি স্যানন। যদিও সে কথা নিজ মুখে স্বীকার করেননি কৃতি বা প্রভাস। তবে এবার কৃতির মুখে শোনা গেল অন্য গল্প। সত্যিই কী তাহলে প্রেমে পড়েছেন কৃতি? এ নিয়ে বাড়ছে জল্পনা-কল্পনা।
ভেড়িয়ার প্রচারে বরুণের মুখে বারবার উঠে এসেছে প্রভাস ও কৃতির প্রেমের কথা। তবে সবটাই ছিল মজার ছলে। এবার সরাসরি কৃতি জানিয়ে দিলেন যে, তিনি বিয়েও করতে পারেন প্রভাসকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘ভেড়িয়া’র প্রচারে এক সাক্ষাৎকারে কৃতিকে জিজ্ঞাসা করা হয় যে কার্তিক, টাইগার ও প্রভাসের মধ্যে তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে ফ্লার্ট করবেন আর কার সঙ্গে ডেটে যাবেন? তখনই কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে পারেন, টাইগারের সঙ্গে ডেটে যাবেন আর বিয়ে করবেন প্রভাসকে। তাহলে কী জল্পনায় সিলমোহর দিলেন কৃতি?
অন্যদিকে বারবার সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে উঠে আসে প্রভাসের নাম। এরই মধ্যে ৪০-এ পা দিয়েছে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। বাহুবলী সিরিজের পর তার জনপ্রিয়তা তুঙ্গে। তেলুগু সিনেমাতে তিনি মোস্ট এলিজিবল ব্যাচেলার।
সিনেমার বাইরে প্রায় তিনি খবরে থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। বাহুবলী রিলিজের পরেই শোনা গিয়েছিল যে অনুষ্কা শেট্টির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। তবে সেই সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি প্রভাস। তবে বর্তমানে তার সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে চলছে নানা কৌতূহল।
আদিপুরুষ সিনেমাতে জুটি বেঁধেছেন প্রভাস ও কৃতি। শোনা যাচ্ছে, একসঙ্গে প্রায়ই সময় কাটাচ্ছেন তারা। একসঙ্গে দেখাও যাচ্ছে তাদের।
নতুনসময়/আইকে