শাকিব সব ক্লিয়ার করে দিয়েছেন: অপু বিশ্বাস

বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ চলছে।
সম্প্রতি বুবলীর জন্মদিন উপলক্ষ্যে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়াকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস। এ নিয়ে শুরু হয় তাদের ভার্চুয়াল দ্বন্দ। তবে পরবর্তীতে শাকিব খান স্পষ্ট জানান, তিনি বুবলীকে কোনো নাকফুল উপহার দেননি।
শাকিবের ভাষ্য, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমার ব্যাপারটা সবাই জানেন। আর শাকিব খান সব ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন?
ঢালিউড কুইন আরও বলেন, আমি তো আর অন্যের মতো প্রতিবাদ করছি না। মিথ্যাচারও করছি না। এটি আমার সঙ্গে যায় না। মনগড়া কথা বলে আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না।
নতুনসময়/আইকে