ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শেষের পথে জায়েদ খানের ‘বাহাদুরী’


২৬ নভেম্বর ২০২২ ১১:১১

জটিলতা কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরেছে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের ‘বাহাদুরী’। দীর্ঘদিন আটকে থাকার পর সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু স্থিরচিত্রে রোমান্টিক ভঙ্গিতে ধরা দিয়েছেন এ নায়ক। এতে তার সঙ্গী হয়েছেন মৌ খান।

জায়েদ খান বলেন, অনেকদিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছি। আসছে বছরে এটি মুক্তি পাবে। আশা করি, দর্শক সুন্দর এবং ব্যতিক্রম গল্পের সিনেমাটি বেশ উপভোগ করবেন।

অন্যদিকে মৌ বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করছি। আশা করি, ‘বাহাদুরী’ সিনেমাটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের এপ্রিলে এফডিসিতে ‘বাহাদুরী’র মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর শফিক হাসানের পরিচালনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হলেও মাঝপথে সেটি বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে পাঁচ বছর। এ সিনেমায় জায়েদ-মৌ নতুন কি চমক নিয়ে আসে, সেটি দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।

নতুনসময়/আইকে