ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দিলা


২১ নভেম্বর ২০২২ ০৪:০০

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দিলা শর্মা। মাত্র ৩৪ বছর বয়সেই জীবনের সব মায়া ছেড়ে চলেন গেলেন পরপারে।

আজ রোববার (২০ নভেম্বর) দুপুর ১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার (১৯ নভেম্বর) রাতেই শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার। সকালেও বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। দীর্ঘদিন লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি।

গত ১৪ নভেম্বর সোমবার থেকে ঐন্দিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বার বার হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল তার। এই ধাক্কা আর সামলাতে না পেরে হাসপাতালেই প্রয়াত হলেন ঐন্দ্রিলা।

নতুনসময়/আইকে