ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


হঠাৎ অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান


১৭ নভেম্বর ২০২২ ০২:২৩

বলিউড সুপারস্টার আমির খান চলচ্চিত্র জগত থেকে বিরতি ঘোষণা দিয়েছেন।

সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করে।

আমির জানান, আর অভিনয় করবেন না তিনি। এখন থেকে মা এবং সন্তানদের সঙ্গেই সময় কাটাবেন।

তিনি বলেন, অভিনয় করার সময় আমি জীবনের বাকি সব কিছু ভুলে যাই। ‘লাল সিং চাড্ডা’র পর ‘চ্যাম্পিয়ন্স’ নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যও চমৎকার। মন ছুঁয়ে যাওয়ার মতো মিষ্টি গল্প। কিন্তু আমার মনে হয় এবার আমার একটা ব্রেক চাই।

বলিউড সুপারস্টার বলেন, ৩৫ বছর আমি এক মনে অভিনয় করে গেছি। কর্মজীবনে এই প্রথম কিছুটা সময় বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চাই। বছর দেড়েক আমি অভিনয় করব না।

তবে মিস্টার পারফেকশনিস্ট ৩৫ বছরের ক্যারিয়ারের ইতি এখানেই টানছেন কিনা সেটি নিয়ে শঙ্কা কাজ করছে তার ভক্তদের মনে।

নতুনসময়/আইকে