সানির শরীরে নোনা বাতাস!

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন মেক্সিকোর সমুদ্র তীরবর্তী পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করছেন।
এ ভ্রমণে তাঁর সঙ্গী প্রেমিক-ৃস্বামী ড্যানিয়েল ওয়েবার ও ঘনিষ্ঠ কজন বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেসব ছবি দিয়ে ভক্তদের আফসোস বাড়াচ্ছেন সানি লিওন!
সৈকতে বালুর ওপর দাঁড়িয়ে সূর্যস্নান সেরেছেন সানি, জলে গা ভিজিয়ে মেখেছেন নুন, ফুসফুসে ভরেছেন নোনা বাতাস!
চলতি বছরের মার্চেই দুই যমজ সন্তানের নাম ঘোষণা করেছিলেন সানি লিওন। আদুরে ওই দুই ছেলে নোয়া ও আশের। নিশা নামে এক কন্যাসন্তানও আছে সানি-ড্যানিয়েল দম্পতির।
অারআইএস