সেন্সরের আপত্তি জেরিনের অন্তরঙ্গদৃশ্য! (ভিডিও)

বলিউড অভিনেত্রী জেরিন খানের অভিনীত অরিজিৎ সিং এর কন্ঠে আকসার-টু। এর ‘আজ জিদ’ গান নিয়ে এবার আপত্তি ভারতীয় সেন্সর বোর্ডের। এর আগে হেট স্টোরি-থ্রি সিনেমায় অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে তিনি।
‘আজ জিদ’ গানে জেরিন খান ও গৌতম রোড়েকে রোমান্স করতে ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। গানটি টিভি দর্শকদের জন্য উপযুক্ত নয় বলে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু কেন এটি আপত্তিকর তার কোনো ব্যাখ্যা পাননি সিনেমার পরিচালক অনন্ত নারায়ণ মহাদেব।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না কেন সেন্সর বোর্ড মনে করছে এটি দর্শকের জন্য উপযুক্ত না। গানটি ইউটিউবে রয়েছে এবং যারা দেখেছেন কেউ এর কনটেন্ট নিয়ে আপত্তি করেননি। এতে নায়ক-নায়িকাদের রোমান্স আপত্তিকরভাবে দেখানো হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সেন্সর বোর্ডের সদস্যরা বুঝতে পারছেন না কোন পদ্ধতিতে কাজ করতে হবে। আমি আশা করছি, তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আমাদের প্রচারণার পরিকল্পনা অনুযায়ী গানটি টেলিভিশনে মুক্তি দেওয়ার অনুমতি দিবেন।’
আরআইএস