ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মিমের সঙ্গে আলাপের ক্রিনশট ফাঁস করলেন পরীমণি


১১ নভেম্বর ২০২২ ২৩:২১

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। এবার ব্যক্তিগত ইস্যুতে ফের আলোচনায় তিনি। সেখানে যুক্ত হয়েছে সঢল জুটি রাজ- মিমের নাম।

এ বিষয়ে মিম জানান, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে পরীর ভাষ্য, তিনি কখনও মিমকে হিংসা করেননি। বরং তিনি চাইতেন, রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ হোক। প্রমাণস্বরূপ মিমের সঙ্গে আলাপের একটি স্ক্রিনশট ফাঁস করেছেন পরীমণি।

সেখানে দেখা যাচ্ছে, গত ২১ সেপ্টেম্বর মিমকে পরী লিখেছেন, ‘ইনফিনিটি সিজন ২’-এর জন্য তোমার সঙ্গে ডিরেক্টর (পরিচালক) কথা বলতে চায়। মেহেদী হাসিব নক দেবে তোমাকে। কথা বলে দেখো।

জবাবে মিম লেখেন, হাসিব ভাইয়ার সঙ্গে তো পরিচয় আছে। আচ্ছা কথা বলে নিচ্ছি।

এরপর তিনি পরীর উদ্দেশে আরও লিখেছেন, এত সকালে কি করো? বাবু উঠে গেছে? পরবর্তীতে একটি ইমোজি দিয়ে নিজের ভাব প্রকাশ করেছেন পরীমণি।