ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ফের গুজবের শিকার নুসরাত


৯ নভেম্বর ২০২২ ২৩:৪৯

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। জনপ্রিয়তার পাশাপাশি বরাবরই সমালোচনার শীর্ষে থাকেন তিনি।

সম্প্রতি তাকে নিয়ে আবারও একটি গুজব ছড়িয়েছে, তিনি নাকি ওয়াইল্ড কার্ড ‘বিগ বস ১৬’-তে অংশ নিচ্ছেন।

অবশ্য তার দলের অনেক সদস্য এই তথ্যকে প্রথমে সত্যি বললেও পরে আবার গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

৮ নভেম্বর (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ একটি প্রতিবেদনে এ খবর জানায়।

ওই প্রতিবেদনে জানানো হয়, বিগ বস-১৬ তে দেখা যাবে টালিপাড়ার নুসরাতকে। বলা হয়েছিল যে, চ্যানেল কর্তৃপক্ষ জানালেই অংশ নেবেন তিনি। কিন্তু অনুষ্ঠানটি শুরুর এক মাস পেরিয়ে গেলেও তার দেখা মেলেনি।

এই প্রসঙ্গে নুসরাতের দলের সদস্যরা জানায়, বিগ বসে নুসরাতের অংশ নেয়ার খবরটি একেবারেই মিথ্যা। তিনি মুম্বাই যাচ্ছেন ঠিকই, সেটা একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য।