গায়ক আকবরের অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে ভর্তি

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক আকবর। দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভোগার ফলে আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়ক আকবরকে।
বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী কানিজ ফাতেমা জানান, কয়েকদিন ধরেই তার (আকবর) শরীর বেশ খারাপ। খাওয়াদাওয়াও করতে পারছেন না। কিডনি জটিলতা বেড়েছে। শরীরে আয়োডিনের মাত্রাও কম। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির পরই আইসিইউতে নেওয়া হয়েছে।
এদিকে আকবরকন্যা এই গায়কের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লিখেছেন,আব্বুর অবস্থা আবার খুবই খারাপ। আব্বু বর্তমানে বারডেম হসপিটালের আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
এর আগে, গত ১৬ অক্টোবর রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়। অপারেশনের পর বাসাতেই তার ড্রেসিং করা হচ্ছিলো। কিন্তু কিডনি জটিলতায় ফের হাসপাতালমুখী হতে হলো তাকে।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত।