যেভাবে পাবেন রাজ-পরীর সঙ্গে হকি খেলার সুযোগ

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী সঙ্গে হকি খেলার সুযোগ পাবেন অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই খবরটি জানান রাজ্যের বাবা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হবেন রাজ-পরী।
বুধবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ লিখেন, প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!
রাজের সেই পোস্ট ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্টে পরীমণিও হকির ইমোজির সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। আর তাই যারা এই তারকা দম্পতির সঙ্গে হকি খেলায় অংশ নিতে চান, এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছর দুই থেকে তিন হয়েছেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।