ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


চিকিৎসক জামা-কাপড় খুলতে বলেছিলেন : শাহরুখ


২ নভেম্বর ২০২২ ২৩:০৫

আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীতে আগমন ঘটেছিল বলিউড বাদশা শাহরুখ খানের। জীবনের ৫৬টি বসন্ত পার করে ৫৭’তে পা রেখেছেন তিনি।

সারা বিশ্বে মানুষটির রয়েছে কোটি ভক্ত-অনুসারী। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসেরও কোনো কমতি থাকে না।

সাবলিল ও প্রাণবন্ত অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন রোম্যান্সের কিং।

তবে বিভিন্ন সময় খবরের শিরোনামও হয়েছেন তিনি। শুধু সিনেমার নায়ক বলে নয়, ব্যক্তিগত কারণেও হয়েছেন খবরের শিরোনাম। কখনও সহ-অভিনেতার সঙ্গে বচসা, কখনও ছেলে আরিয়ান খানের জন্য।

কিন্তু ভক্তদের তার সম্পর্কে এখনও একটি বিষয় অজানাই রয়ে গেছে।

আপনি জানেন কি, সামান্য গলার সমস্যার জন্য কতটা ভুগতে হয়েছিল কিং খানকে?

শাহরুখের কাঁধের আঘাতের বিষয়টি ইতোমধ্যেই অবগত তার ভক্তরা। কিন্তু শিরদাঁড়ার ব্যথা ঠিক করার জন্য নায়ককে যা ঝক্কি পোহাতে হয়েছিল, তা শুনলে চমকে যাবেন।

পরিবারের লোকদের থেকে শাহরুখ জানতে পারেন, সেই দিনের পর তার পক্ষাঘাত (প্যারালাইসিস) হতে পারত, নিজের কণ্ঠও নাকি হারাতে পারতেন তিনি।

কী ঘটেছিল? নায়ক বলেন, আচমকাই দেখি চিকিৎসক সুঁচ বের করেছেন। প্রথমে ভেবেছিলাম গলায় ফোটাবেন। তারপর দেখি উনি সমানে আমায় জামা-কাপড় খুলে ফেলতে বলছেন। আমি তার কথায় শার্ট খুলেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি না উনি আমায় পুরোই অনাবৃত হওয়ার কথা বলছেন। গোপনাঙ্গে সুচ ফোটাবেন বলে। আমি সেই মুহূর্তে খুব ভয় পেয়েছিলাম। পরে কী হয়েছিল, আমার ঠিক মনে নেই।’

প্রসঙ্গত, বড় পর্দায় তার ভক্তরা তাকে অনেক দিন না দেখলেও নতুন বছরে আসছে বাদশার ‘পঠান, জওয়ান’সহ একগুচ্ছ ছবি।

সূত্র : আনন্দবাজার