সড়ক দুর্ঘটনায় আহত সালমানের নায়িকা

ভারতীয় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাম্ভা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
আজ মঙ্গলবার কানাডার টরন্টোতে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
দুর্ঘটনায় রাম্ভা সুস্থ থাকলেও তার মেয়ে সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রাম্ভা লিখেছেন, ‘স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার সময়ে আমাদের গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় আমরা সবাই অল্প আঘাত পেলেও সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রকুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম্ভা। এক সময় বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে তার তিন সন্তান এবং স্বামীকে নিয়ে কানাডায় বসবাস করছেন।
১৯৯২ সালে মালায়ালাম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা।