ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মা হলেন অভিনেত্রী ঈশিকা


১ নভেম্বর ২০২২ ২২:৪০

এবার তৃতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী ঈশিকা।

৩১ অক্টোবর রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন।

এ প্রসঙ্গে ঈশিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের একটি ছবি পোস্ট করে বলেন,‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। (৩১ অক্টোবর) রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর অভিনয় ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন এই অভিনেত্রী। এছাড়া ধর্মে-কর্মে মনোযোগী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান।

প্রসঙ্গত, বিজ্ঞাপন দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু ঈশিকার। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় করেন।