ইলন মাস্কের কাছে টুইটার অ্যাকাউন্ট ফেরত চাইলেন কঙ্গনা

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেওয়ার পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চাইলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
ইলন মাস্ককে ট্যাগ করে গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্ট দেন কঙ্গনা ।
উল্লেখ্য, রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছর মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।