ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মিসেস ইউনিভার্স বাংলাদেশের জুরি বোর্ডে সংগীত শিল্পী ফারদিন


২৫ অক্টোবর ২০২২ ০৩:০১

এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী মাসুম বিল্লাল ফারদিন। সবসময় শ্রোতাদের নিত্য নতুন গান উপহার দেন তিনি। গানের পাশাপাশি অভিনয় নিয়েও কাজ করছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। তবে এবার ভিন্ন চরিত্রে দেখা যাবে এ জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতাকে।

এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় রিয়েলিটি শো মিসেস ইউনিভার্স বাংলাদেশের এবারের আসরের জুরি বোর্ডের জাজ হিসেবে। জুরি বোর্ডের বিচারক হিসেবে তাকে মনোনিত করায় মিসেস ইউনিভার্স বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত টীমকে ধন্যবাদ জানিয়েছেন ফারদিন।

তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শো হচ্ছে মিসেস ইউনিভার্স বাংলাদেশ। ইতিমধ্যে কোটি ভক্তদের মন জয় করে নিয়েছে এই রিয়েলিটি শো। এবারের আসরে ৮০০০ হাজার প্রতিযোগিদের মধ্যে
৫০ জন সিলেক্ট হয়েছে। টপ ২০ জন সিলেক্টেড হলে আমি জুরি বোর্ডের দায়িত্ব পালন করবো। থাকব ফাইনাল পর্যন্ত। এর পাশাপাশি বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরাস এসোসিয়েশনের পরিচালক হিসেবেও নতুন দায়িত্ব গ্রহন করেছেন মাসুম বিল্লাল ফারদিন।