ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ধ্রুবর গানের মডেল এবার রাইমা সেন


৯ অক্টোবর ২০১৮ ২২:৩৮

ধ্রুব গুহর নতুন মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী রাইমা সেনকে।

তোমার উঁকি ঝুঁকি শিরোনামের গানটির ভিডিওতে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের নাতনি রাইমার সঙ্গে দেখা যাবে এদেশের জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্বকে।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অপূর্ব-রাইমার সঙ্গে অভিনয়ও করেছেন ধ্রুব। ইতোমধ্যে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগির ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হবে।

তারিক তুহিনের কথায় তোমার উঁকি ঝুঁকি গানের সুর করেছেন আহম্মেদ হুমায়ুন। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিওনির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।

এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, গল্পনির্ভর এই মিউজিক ভিডিও শুধু দর্শক-শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়। তাদের চিন্তা জগৎকে নাড়া দেওয়াও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। বরাবরই আমি আমার গানের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের চিন্তা জগৎকে নাড়া দেওয়ার চেষ্টা করেছি। এবারও সেই চেষ্টা অব্যাহত আছে। এবার আমার গানের অন্যতম চমক রাইমা সেন। গানের ভিডিওতে তাকে মডেল হিসেবে দেখা যাবে। তার সঙ্গে থাকছেন আমাদের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আমিও টুকটাক অভিনয়ের চেষ্টা চালিয়েছি। সবমিলিয়ে কাজটি ভালো হয়েছে বলেই আমার বিশ্বাস। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার শ্রম স্বার্থক হবে।

আরআইএস